সাবেক পুলিশ পরিদর্শক শাজাহানের দুর্নীতি অনুসন্ধানে দুদক
আজ রোববার (৩০ জানুয়ারি) জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রথম নিউজ, ঢাকা: সরকারি সম্পত্তি আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ জানুয়ারি) জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খুলনার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশত সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে বলে জানা গেছে। যার কিছু নথিপত্র এরই মধ্যে দুদকের কাছে এসেছে বলে জানা গেছ। অনুসন্ধানের কাজের তদারকি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ এক এম জায়েদ হোসেন খান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: