সব ভুলে একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরী
ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি একসঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন।
মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের। শুধুই একমাত্র ছেলের টানে। ছেলেও দিন দিন বড় হচ্ছে। দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল।
ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষ্যে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের পোস্টই বলছে সেই কথা।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে ছেলের পাঁচ মাস উপলক্ষ্যে পাঁচটি কেক কাটা হয়েছে দেখা যায়।
এদিকে বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে তারকা মা ছেলেকে নিয়ে লেখেন— ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’
গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ওই দিন বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: