সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে র্যাবের ভূমিকা কার্যকর: তথ্যমন্ত্রী
তিনি জানান, দেশে প্রায় ৯ কোটি টিকা মজুত আছে

প্রথম নিউজ, চট্রগ্রাম: দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে র্যাব যে ভূমিকা পালন করেছে তা অনেক উন্নত দেশের তুলনায় কার্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।
এসময় তিনি বলেন: এখন যারা র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা চান দেশে পুনরায় সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান এবং মাদকের বিস্তার হোক। র্যাবের কার্যক্রমে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা অব্যাহতভাবে সহায়তা দিয়ে আসছে, এখন হঠাৎ র্যাবকে নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে তার মধ্যে কিন্তু আছে।
আইনজীবী অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বার কাউন্সিলের সদস্য এডভোকেট মুজিবুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দিন সহ অন্যরা। আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১ হাজার ৪ জন নতুন আইনজীবীকে বরণসহ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন করা হয়।
এদিকে দেশে করোনাভাইরাসের প্রায় ৩১ কোটি টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুত রয়েছে বলে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সবাইকে টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিকটস্থ কোনো টিকাকেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। আগে কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরে ঘরের বাইরে বের হতে আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। চারটি ধাপে ৪০০ কম্বল বিতরণ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: