সত্যকে স্বীকার করার মানসিকতা সরকারের নেই: আ স ম রব
প্রকৃত সত্যকে স্বীকার করার মানসিকতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
প্রথম নিউজ, ডেস্ক : প্রকৃত সত্যকে স্বীকার করার মানসিকতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে, উন্নয়নে নামে দুর্নীতি ও অপচয় হচ্ছে, এসব গভীর সত্যকে অস্বীকার করা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে ‘মানবাধিকার এবং ভোটাধিকার’ লঙ্ঘন এই মুহুর্তের অমোঘ সত্য। বুধবার রাজধানীর উত্তরায় দলের স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আ স ম রব বলেন, সত্যকে স্বীকার করে অন্যায় বা অপশাসন দূরীভ’ত করার মানসিকতা সরকারের নেই। মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের উত্থাপিত অভিযোগ স্বীকার করার ন্যূনতম নৈতিক সাহস সরকার দেখাতে পারেনি। ফলে রাষ্ট্র ক্রমাগত ভয়াবহ সংকটে নিপতিত হচ্ছে, ভূ-রাজনীতিতে দেশের গুরুত্ব হারাচ্ছে এবং সত্য ও নৈতিকতা থেকে সমাজ ও রাষ্ট্র বিচ্যুত হচ্ছে। এ ধরনের সরকারি সংস্কৃতি রাষ্ট্রীয় অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
তিনি আরো বলেন, সুশাসন ও গণতন্ত্রের মাঝেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব নির্ভর, এ মৌলিক শর্ত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্তদের হাতে সমর্পণ করে দেয়ার নাম মুক্তিযুদ্ধের চেতনা নয়। এ রাজনৈতিক সঙ্কট উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা। সভায় আরো বক্তব্য রাখেন- জেএসডির অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোঃ সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: