সাতক্ষীরায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে লোহার শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মুজিবুর রহমানের (৩৫) বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুজিবুর রহমান কলারোয়া সদরের গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। আর নিহত গৃহবধূ রানু বেগম (৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের মেয়ে।

নিহতের ভাই সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভগ্নিপতি মুজিবুর রহমান শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি আমাদের বাড়িতেই থাকতেন। তাদের ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আজ সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে মুজিবুর রহমান লোহার শাবল দিয়ে আমার বোনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে আমার বোন চিৎকার করতে থাকলে তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।