সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় সাহাব উদ্দিন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম- ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই দীপক কুমার সিংহ বলেন, একটি রিফুয়েলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে রাস্তায় ওঠার সময় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাচালক সাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই দীপক কুমার সিংহ।