আওয়ামী লীগ আবারো জনগণের ভোট লুট করে ক্ষমতায় যেতে চায় ….. আহমেদ আজম খান

অ্যাডভোকেট আহমেদ আজম খান শনিবার  (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর বিএনপির দলীয় কার্যালয় সামনে মহানগর বিএনপির আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

আওয়ামী লীগ আবারো জনগণের ভোট লুট করে ক্ষমতায় যেতে চায় ….. আহমেদ আজম খান

প্রথম নিউজ, নুরুল ইসলাম আনজু ফরিদপুর : বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন  আওয়ামী লীগ আবারো জনগণের ভোট লুট করে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণ আর সেই সুযোগ দিবেনা। আমরা গত এক দশকের অধিক সময় শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে বার্তা দিয়েছি যে বাংলাদেশের মানুষ ২০১৪ সালে ভোট দিতে পারে নাই, ২০১৮ সালে ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ ২০২৪ সালের প্রথম দিকের নির্বাচনে ভোট দিতে চায়। কিন্তু সরকার আমাদের কথা শোনে না, সরকার ২০১৪ এবং ১৮ এর মত আরেকটি নির্বাচন করে জনগণের ভোট লুট করে আবার ক্ষমতায় যেতে চায়, এজন্য তারা বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে, যেন তারা জনতার ভোট লুট করে আবার ক্ষমতায় যেতে পারে। তিনি আরো বলেন সরকার কথায় কথায় সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথা বলেন, আপনারা যে ২০১৮সালের  নির্বাচনে  দিনের ভোট রাতে করেছেন এটা কোন সংবিধান,এ প্রশ্নও করেন তিনি।
অ্যাডভোকেট আহমেদ আজম খান শনিবার  (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর বিএনপির দলীয় কার্যালয় সামনে মহানগর বিএনপির আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
 বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন স্বৈরাচার, দুর্নীতিবাজ, জনগণের রক্তচোষা এই আওয়ামী লীগ সরকারের পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীরা ঘরে ফিরবে না। গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী নির্যাতিত,আমাদের ৬০০ অধিক  নেতাকর্মীদের গুম করেছে এই সরকার, আমাদের ৪০ লাখেরও বেশি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে, এখনো প্রতিদিন ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে। আজকে বাংলাদেশের মানুষ তিনবেলা খেতে পড়তে পারছেনা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে। ৪ কোটির উপরে নতুন দরিদ্র তৈরি হয়েছে বাংলাদেশে, এটি হচ্ছে শেখ হাসিনা ও  আওয়ামী লীগের উন্নয়ন। 
 তিনি আরো বলেন এতই যদি আপনারা উন্নয়ন করে থাকেন তাহলে আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন। জনগনকে এত ভয় কেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, এই নিশি রাতের সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কে ধ্বংস করেছে।  আমাদের একটাই কথা এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচনে মাধ্যমে জনগণ নির্ভয়ে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে। 
ফরিদপুর মহানগর  বিএনপির আহবায়ক  এফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে আরো বক্তব্য  দেন  বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা  বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ,সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।  সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। 
 এ দিকে  কালো পতাকা মিছিলটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন শহরের  কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে জনতা ব্যাংকের মোড় হয়ে আলিপুর গোরস্থান এলাকায় ওয়ান ব্যাংকের সামনে  এসে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কালো পতাকা মিছিলটি শেষ হয়। এর আগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে কালো পতাকা হাতে করে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে।