সাত বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব দিলো ডিএনসিসি

সাত বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব দিলো ডিএনসিসি

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক সভার সিদ্ধান্ত মোতাবেক সাত বিষয়ে কর্মকর্তাদের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে ডিএনসিসি।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সাত বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব দিয়ে গত ১২ অক্টোবর একটি অফিস আদেশ জারি করেন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে সাত বিষয়ে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির সচিব। এছাড়া শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়ে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ।

অন্যদিকে ই-গর্ভনেন্স উদ্ভাবন পরিকল্পনা বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির সিস্টেম অ্যানালিস্ট। আর তথ্য অধিকার কর্মপরিকল্পনার দায়িত্ব পেয়েছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom