ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করে।বিমানবন্দর স্টেশনের দায়িত্বরত পুলিশ সদস্য মমিনুল ইসলাম জানান, বিমানবন্দর রেলস্টেশন রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেনের নিচে চলে যায়। পরে ট্রেনটি থামালে ট্রেনের নিচ থেকে বের করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: