সাজেকে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ।

সাজেকে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

প্রথম নিউজ, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ। নিহত মোটরসাইকেলচালক তানভির (২৭) চট্টগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, সাজেক থেকে ফেরা মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা একটি জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠাই। সেখানে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom