সাগরে ইউক্রেনের প্রবেশ ‘বন্ধ’ করে দিয়েছে রাশিয়া

আজভ সাগরে ইউক্রেনের প্রবেশ রাশিয়া ‘সাময়িকভাবে’ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী

সাগরে ইউক্রেনের প্রবেশ ‘বন্ধ’ করে দিয়েছে রাশিয়া
সাগরে ইউক্রেনের প্রবেশ ‘বন্ধ’ করে দিয়েছে রাশিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আজভ সাগরে ইউক্রেনের প্রবেশ রাশিয়া ‘সাময়িকভাবে’ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ তথ্য জানায়। খবর বিবিসির।

ইউক্রনের আর্মড ফোর্সেস জেনারেল স্টাফ জানায়, রাশিয়া ইউক্রেনকে আজভ সাগরে প্রবেশ থেকে বিরত রাখতে সফল হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দোনেস্ক এলাকায় ইউক্রেনের আজভ সাগরে প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধে দখলদাররা আংশিকভাবে সফল হয়েছে। 

আর্মড ফোর্সেস জেনারেল স্টাফ জানায়, মস্কো যুদ্ধ থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী সাফল্য অর্জন করতে ব্যর্থ।

আর্মড ফোর্সেস জেনারেল স্টাফ আরও জানায়, শত্রুরা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে স্থলসেনাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২৪তম দিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom