সুখবর দিলেন সুজন
বুধবার হুট করেই খবর এসেছিল, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ
প্রথম নিউজ, ডেস্ক : বুধবার হুট করেই খবর এসেছিল, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। পাশাপাশি আইসোলেশনে রাখা হয়েছে অধিনায়ক মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ দলের নয় সদস্যকে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার জন্ম দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।
তবে একদিন পরই সবাইকে ভালো খবর দিলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার সকালে তিনি জানিয়েছেন, নতুন করে আর কোনো করোনা পজিটিভ নেই বাংলাদেশ দলে। তাই কোয়ারেন্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা।
মহান বিজয় দিবসের বিসিবির পাঠানো ভিডিওবার্তার শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানান সুজন। তিনি বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’
সুজন আরও যোগ করেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’
সবাই করোনা নেগেটিভ হওয়ায় এখন ভিন্ন আরেক হোটেলে উঠবে বাংলাদেশ দল। তবে দলের আইসোলেশনে থাকা সদস্যের ২০ তারিখ পর্যন্ত থাকতে হবে এই হোটেলেই। এরপর নেগেটিভ আসার শর্তে পুরো দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। আর করোনায় আক্রান্ত হেরাথকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।
বাংলাদেশের টিম ডিরেক্টরের ভাষ্য, ‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে তারা। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: