শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে তিন নতুন স্পিনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে তিন অনভিষিক্ত স্পিনারকে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

 শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে তিন নতুন স্পিনার
শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে তিন নতুন স্পিনার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক:  । গল টেস্টের জন্য ডাক পাওয়া এ তিন স্পিনার হলেন মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহে।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে এ তিনজনের মধ্যে অন্তত একজনের অভিষেক নিশ্চিত। কেননা করোনাভাইরাসের কারণে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রম আর স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।

অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে।

ডানহাতি ফিঙ্গারস্পিনার থিকশানা এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে চার উইকেট শিকার করেছেন। তবে অসিদের বিপক্ষে সাদা বলের সিরিজে বেশ কার্যকর ভূমিকাই রেখেছেন থিকশানা। ২০১৮ সালের ক্যারিয়ারের তিনটি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি খেলেন তিনি।

অন্যদিকে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজে খেলেছেন। সে দুই ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন মানাসিংহে।

এছাড়া প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ তারকা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom