শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রোববার এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রথম নিউজ, ডেস্ক: একুশে পদকজয়ী প্রবীণ চিত্রশিল্পী ও শিক্ষক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সমরজিৎ রায় চৌধুরী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৫ বছর। সমরজিৎ রায়ের ছেলে সুরজিৎ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাবা হৃদরোগ আর ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।১২ সেপ্টেম্বর উনাকে বাসায় নিয়ে আসি, তার তিন দিন পর ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করতে হয়। আজ দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক জানান উনি আর নেই। সুরজিৎ রায় জানান, পরিবারের সবাই হাসপাতালে আসার পর শেষকৃত্যসহ অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews