শরীয়তপুরে পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে।
প্রথম নিউজ, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মালেক মালত (৫৫)। তিনি ওই গ্রামের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে। নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলেন। ৫ জানুয়ারি মোরগ প্রতীকের এ প্রার্থী অল্প ভোটে পরাজিত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরাজিত মেম্বারপ্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে যান। এসময় প্রতিপক্ষ পরাজিত টিউবওয়েল প্রতীকের আরেক মেম্বারপ্রার্থী দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মোরগ প্রতীক নিয়ে মালেক মালত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে নওপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। এদের মধ্যে ইউপি সদস্য বিজয়ী হয়েছেন তাফাজ্জেল তপদার।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ‘মালেক মালত ও দেলোয়ার হোসেন আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। গতকাল রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: