হাতীবান্ধায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেফতার
সোমবার (১৬ মে) রাতে ওই উপজেলার পারুলিয়া একালাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় গোলাম রব্বানী নামে এক মসজিদের ইমামকে যৌন হয়রানি'র অভিযোগে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার (১৬ মে) রাতে ওই উপজেলার পারুলিয়া একালাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে রবিবার রাতে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গোলাম রব্বানী উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের পাশাপাশি অবস্থিত একটি মসজিদে ইমামতি করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ওই মাদ্রাসা ও এতিমখানায় অধ্যায়নরত এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ উঠে গোলাম রব্বানী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে। গোলাম রব্বানী দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুল হকের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews