শরীয়তপুর জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শরীয়তপুর জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
শরীয়তপুর জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রথম নিউজ, শরীয়তপুর : শরীয়তপুর জেলা কারাগারে সতেন্দ্র কুমার (৪০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সতেন্দ্র কুমার ভারতের হরিয়ানা রাজ্যের সাথুরা জেলার চেয়াপুর এলাকার চন্দ্রপালের ছেলে। গত বছর ৮ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। শরীয়তপুর জেলা কারাগার সূত্রে জানায়, সতেন্দ্র কুমারকে কারাগার থেকে মামলার বিচারকাজের জন্য একাধিকবার আদালতে নেওয়া হয়। বেশ কিছুদিন ধরে সতেন্দ্র কুমার শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে দুপুর ১২টার দিকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: