আমি ফেরার জন্য পাগল

প্রথমবার মা হওয়া থেকে পুরো ছুটির সময়টি দারুণ উপভোগ করলেও এখন কাজে ফিরতে মরিয়া অভিনেত্রী।

আমি ফেরার জন্য পাগল
আমি ফেরার জন্য পাগল

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সর্বশেষ তিন বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে তাঁর সিনেমা। এরপর কোভিড, মাতৃত্বকালীন ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতি। গত বছর সন্তানের মা হয়েছেন তিনি। প্রথমবার মা হওয়া থেকে পুরো ছুটির সময়টি দারুণ উপভোগ করলেও এখন কাজে ফিরতে মরিয়া অভিনেত্রী। তিনি আর কেউ নন, সোনম কাপুর। চলতি বছরই বিরতির পর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘ব্লাইন্ড’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সোনম সম্পর্কে কিছু তথ্য।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে হয় সোনম কাপুরের। আনন্দ লন্ডনপ্রবাসী। বিয়ের পর বেশির ভাগ সময় স্বামীর সঙ্গে লন্ডনেই থেকেছেন সোনম, কমিয়ে দেন হিন্দি সিনেমার কাজ। তবে এর মধ্যেও ২০২০ সালে একটি সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর—সুজয় ঘোষ প্রযোজিত ছবি ‘ব্লাইন্ড’। বিয়ের কিছুদিন পর সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা থাকলেও বাদ সাধে কোভিড। মহামারির প্রায় পুরোটা সময় লন্ডনে স্বামীর সঙ্গেই থাকেন সোনম।

ভারতে না ফিরেও সিনেমাটিতে অভিনয় করা সোনমের জন্য সহজ হয়। কারণ, ছবিটির শুটিং হয় স্কটল্যান্ডে। ‘ব্লাইন্ড’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা, এটি একই নামের কোরীয় সিনেমার হিন্দি রিমেক। এক সিরিয়াল কিলারের খোঁজে এক দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ অফিসারের অভিযান নিয়ে সিনেমাটির গল্প। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। যে সিনেমা দিয়ে তিন বছর বিরতির পর ফিরতে তর সইছে না সোনমের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরতি খুব উপভোগ করেছি, তবে আমি এখন কাজে ফিরতে পাগল হয়ে যাচ্ছি।’ 

সাক্ষাৎকারে সোনম আরও বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার আগেই ছবিটির শুটিং করেছিলাম। এখন মা হয়েছি, কাজে ফিরতে মুখিয়ে আছি। পর্দায় নিজেকে আবার দেখতে তর সইছে না।’ ‘ব্লাইন্ড’-এ দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সোনমকে। ছবিটির পরিচালক সোম মাখিজা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: