নতুন দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ মুরকে নিয়োগ দিল বিসিবি
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুরকে দুই বছরের জন্য নিয়োগের বিষয়টি জানিয়েছে বিসিবি।
প্রথম নিউজ, অনলাইন: ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে হেড অব প্রোগ্রামস নামে নতুন এক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৮ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান বাংলাদেশ জাতীয় দলকে সহায়তা করতে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি), বাংলাদেশ টাইগার্সের মতো প্রোগ্রামের পরিকল্পনা, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও দেখার কথা তাঁর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুরকে দুই বছরের জন্য নিয়োগের বিষয়টি জানিয়েছে বিসিবি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার রাজ্যদল নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মুর।
কোচিংয়ে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার ও হেড অব কোচ ডেভেলপমেন্ট ছিলেন, কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ হিসেবেও।
আন্তর্জাতিক পর্যায়ে মুরের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, কাজ করছিলেন তখনকার প্রধান কোচ বেনেট কিংয়ের সঙ্গে। কিংয়ের সঙ্গে ২০০২ সালে অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিতেও কাজ করেছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: