জঙ্গি সন্দেহে খুলনায় আটক ১১
র্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ,খুলনা: খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। মাদরাসা ছাত্র পরিচয়ে তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত খালিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোট ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে র্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews