শামীমের সঙ্গে সম্পর্কের বিষয় এবার মুখ খুললেন অহনা

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সেই সংখ্যাটা একেবারে কম নয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এই জুটি।

শামীমের সঙ্গে সম্পর্কের বিষয় এবার মুখ খুললেন অহনা

প্রথম নিউজ ডেস্ক:নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সেই সংখ্যাটা একেবারে কম নয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এই জুটি।
এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর। অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। ’তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না। অহনা বলেন, ব্যক্তিগত জীবন  নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পড়ন্ত বিকালের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন- ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’ পোস্টটি অহনাকে ট্যাগ করেছিলেন এ অভিনেতা। তবে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম ছিলেন একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন ‘মালা তুমি কার’ নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছিলেন, ‘মালা তুমি আমার’।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: