জাল দলিলের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
গাজীপুরে জাল দলিলের মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
প্রথম নিউজ ডেস্ক:গাজীপুরে জাল দলিলের মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. নিয়াজ মাখদুম এ আদেশ দেন। আটকরা হলেন, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার লাবিব উদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান সরকার লিমন ও মো. সায়মন সরকার এবং তাদের চাচাতো ভাই একই এলাকার মো. হাজী রহমান সরকারের ছেলে মো. নবু সরকার ওরফে উজ্জল সরকার। এদের মধ্যে সায়মন সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: