শান্তি রক্ষায় ব্যর্থ, মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করলো সাংমার এনপিপি
গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মণিপুরকে কিছুতেই শান্ত করতে পারছেন না মুখ্যমন্ত্রী বীরেন সিং। এই অভিযোগকে সামনে রেখে বিজেপির সঙ্গে গড়া জোট সরকার থেকে সমর্থন তুলে নিলো কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) । গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি। সব মিলিয়ে ৬ জন মেতেইকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে কুকিদের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে সরকারকে দুষেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারকে তোপ দেগে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানান, “আমরা মনে করি বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুর সরকার সমস্যা মিটিয়ে স্বাভাবিক জীবন ফেরাতে ব্যর্থ। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বীরেন সিং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছে এনপিপি।”
তিনি জানিয়েছেন, মণিপুরের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে এনপিপি । গত কয়েকদিনে রাজ্যের পরিস্থিতির আরও অবনতি হয়েছে । বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। রবিবার বিকেলে মণিপুরের এক নদী থেকে দুই অপহৃত মেতেইয়ের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। ২ বছরের এক শিশু এবং তাদের দাদির দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তার পরেই জানা যায়, মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি।
শনিবার রাতে স্বয়ং মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। সেই মতো পূর্ব ইম্ফলের লুওয়াঙ্গশাঙ্গবামের দিকে এগিয়ে যাচ্ছিল উত্তেজিত জনতার একটি দল ৷ ১০০-২০০ মিটার দূরত্বে নিরাপত্তারক্ষীরা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ফাটায়, রাবার বুলেট ছোড়ে ৷ রবিবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার ফেলে রেখে মণিপুরে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন তিনি। এরই মধ্যে সরকার থেকে সমর্থন তুলল এনপিপি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া