শীতলক্ষ্যায় ভেসে উঠলো নারীর মরদেহ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি সকাল সাড়ে ১০টায় নদীতে ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানায় জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নৌ-পুলিশ এখনো ঘটনাস্থলে না আসায় মরদেহটি আমরা উদ্ধার করি। প্রাথমিকভাবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মরদেহটি নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশকে দেওয়া হবে। এটি নৌ-পুলিশের এলাকায় হওয়ায় তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: