শাকিবের বাসায় যাওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস
ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে বহুদিন পর এক ছাদের তলায় মুখোমুখি হন শাকিব খান ও অপু বিশ্বাস
প্রথম নিউজ, ডেস্ক : ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে বহুদিন পর এক ছাদের তলায় মুখোমুখি হন শাকিব খান ও অপু বিশ্বাস।
মঙ্গলবার জমকালো আয়োজনে জয়ের জন্মদিন পালিত হয় শাকিবের বাড়িতে। আর ছেলের জন্মদিনে সাবেক স্বামীর বাসায় পা রাখেন নায়িকা অপু।
বিষয়টি নিয়ে এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের কৌতূহলের সীমা নেই। কারণ ২০১৭ সালে বিচ্ছেদের পর ছেলের এবারের জন্মদিনে এক জায়গায় কেক কাটতে দেখা গেল ঢাকাই ছবির এ দুই তারকাকে।
অবশ্য কৌতূহলকে বাড়িয়ে দেন অপু নিজেই।
শাকিবের বাসায় আয়োজিত আব্রামের কেক কাটার অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র ফেসবুক পেজে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন— ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
অপুর এমন ক্যাপশন ও শাকিবের বাসায় আগমণকে ঘিরে অনেকের আবেগী প্রশ্ন— তবে কি ফের এক হতে চলেছেন শাকিব-অপু?
বুধবার দিনভর দুই তারকার ভক্তরা তাদের ফেসবুকে ছবিগুলো শেয়ার করেছেন।
ভক্তদের কৌতূহল মেটাতেই অপু জানালেন, কেন গেলেন শাকিব খানের বাড়িতে!
এক গণমাধ্যমকে অপু জানালেন, জন্মদিন আব্রামকে তার দাদা-দাদির ভালোবাসা পাইয়ে দিতেই সেখানে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে আব্রামের দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি।
এ চিত্রনায়িকা বলেন, ‘এখন দাদা-দাদি ছাড়া কিছুই বোঝে না আব্রাম। অনেক দিন আমার বাসায় থাকলেও এখন দাদার বাড়িই যেন তার আপন বাড়ি হয়ে গেছে। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাম ছাড়া যেন থাকতে পারেন না। দুজনের দারুণ সম্পর্ক। সে জন্যই আব্রামের দাদার বাড়িতে যাই। গিয়ে দেখি, তার ফুফু সব আয়োজন করেছেন। তার পর আমরা সবাই আব্রামকে নিয়ে কেক কাটি।
এ মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন অপু বিশ্বাস। বুধবার ভাই, ভাবি ও আব্রামকে নিয়ে সন্ধ্যায় কলকাতায় উড়াল দেন তিনি।
ভারতে যাওয়ার কারণ নিয়ে অপু বলেন, ‘সামনে পূজা। বাবা-মায়ের জন্য পিণ্ডি দেব ওখানে। তা ছাড়া দেখলাম, আব্রামের স্কুল ছুটি আছে। এ জন্য কিছু দিনের জন্য কলকাতায় যাচ্ছি।’’
প্রসঙ্গত রূপালি পর্দার কাজ নিয়ে সম্প্রতি বেশ ব্যস্ত অপু বিশ্বাস। সম্প্রতি প্রযোজনায় নাম লিখিয়েছেন। ‘অপু-জয় চলচ্চিত্র’ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমা। এর মহরতও সেরে ফেলেছেন ইতোমধ্যে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত নায়িকাকে। এদিকে ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অপু অভিনীত ‘ঈশা খাঁ’ ছবিটি। কিন্তু মুক্তির সময় থাকতে পারছেন না তিনি। কলকাতা থেকে দেশে ফিরবেন আগামী ১২ অক্টোবর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews