শাকিবকে ব্লেম গেম থেকে বিরত থাকার অনুরোধ বুবলীর
প্রথম নিউজ, ঢাকা: অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের ঘর আলো করে আসে ছেলে শেহজাদ খান বীর। ২০২০ সালে শেহজাদের জন্ম হলেও বুবলী তাকে সবার সামনে আনেন ২০২২ সালে। বুবলীকে এসবের জন্য নাকি বাধ্য করা হয়েছিল। বুবলী বলেন, তার (শাকিব) কথাবার্তা আপনি দেখেন পত্রিকায় তার ইন্টারভিউগুলো, কারও কিন্তু কোনো কিছু নেই। সেই কয়দিন পর পর এসব আনছে এবং আজকেও আমি এসব কথা বলতে বাধ্য হচ্ছি।
অনেকে হয়তো বলে আমি কেন এসব বলছি, সামাজিক মাধ্যমে স্টেটমেন্ট দিচ্ছি; কিন্তু তার আগে যে আমাকে বাধ্য করা হয়েছে। কারণ বোবার শত্রু নাই, তিনিই (শাকিব) কিছুদিন আগে বলেছিলেন। আমরা হয়তো ভাবতাম, চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে। এদিকে সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, এত অপরিচিত হয়ে গেলেন আপনি। আপনি আমাকে খুব ভালো করে চেনেন। কেন এগুলো করছেন আমি জানি না। আপনার কোনো সিদ্ধান্ত থাকলে আপনি নিয়ে নেন।
আমিও অসম্মান নিয়ে চাই না কিছু কন্টিনিউ হোক। বাট কিছু নোংরামির দিকে যাক এমন কিছু চাই না। আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে একা রুমে বসে একটু চিন্তা করবেন। শিল্পী শাকিব খান না, ব্যক্তি শাকিব খান হিসেবে। আপনাকে অনুরোধ করছি, কোনো ব্লেম গেম করবেন না। শেহজাদকে অপমান করবেন না। আপনি অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই। তারপরও চেয়েছি ঠিক করতে সব। আমি চাই আপনি আপনার মতো করে ভালো থাকুন। আপনি আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।
প্রসঙ্গত, ২০১৭ সালে টেলিভিশন লাইভে ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস, জানান বিয়ের কথা। এরপর ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ কার্যকর হয়। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে ছেলেকে সঙ্গে নিয়ে বুবলীও হাজির হন এবং জানান ২০১৮ সালে জুলাইতে তাদের বিয়ে হয়েছে। এরপর শাকিব-বুবলী-অপুর নানা নাটকীয়তা চলছেই।