শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২ নভেম্বর) দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।  ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।  তবে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলে জানিয়েছে। এছাড়া কম্পনের ঘটনায় কোনো ধরনের সুনামির শঙ্কা নেই বলেও জানিয়েছে তারা। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) গভীরে। টেংগারা প্রদেশের বেশ কয়েকটি শহরে এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

কুপাং-এর অ্যাস্টন হোটেলের কমকর্তা স্যামুয়েল মালোহানা বলেন, ‘ভূমিকম্পের সময় হোটেলের অতিথিরা আতংকিত হয়ে পড়েছিলেন। প্রায় ১০০ জন অতিথি তাদের কক্ষ ছেড়ে হোটেলের সামনে জড়ো হন। কিন্তু এখন তাদের বেশিরভাগই তাদের রুমে ফিরে এসেছে এবং হোটেলে কোনো ক্ষতি হয়নি।’

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান ড্যারিওনো বলেছেন, তিনি কুপাং-এর আঞ্চলিক প্রধানের অফিসে হালকা ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন। প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।