মাহমুদউল্লাহ রিয়াদের অনুপ্রেরণা তার ছেলে
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্দেশ্য যাত্রা করা বাংলাদেশ ক্রিকেট দলের এই বিশ্বকাপ থেকে একমাত্র পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স। অন্য সবাই যখন ব্যর্থ তখন এই অভিজ্ঞ অলরাউন্ডারই একমাত্র টাইগারের মতো পারফরম্যান্স করেছেন। অথচ বিশ্বকাপের আগে দলে জায়গা পাওয়াই অনিশ্চিত ছিল তার। সিনিয়র ক্রিকেটার হলেও গত এক বছর দল থেকে ছিলেন ব্রাত্য। তবে সব অবহেলার জবাব বিশ্বকাপের মঞ্চেই দিয়েছেন রিয়াদ। টুর্নামেন্টের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন তিনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার রিয়াদ। ব্যাটিং অর্ডারে শুরুর দিকে সুযোগ না পেলেও ২৬৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, গড় ৬৬। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি। তবে বিশ্বকাপের আগে রিয়াদের পারফরম্যান্স চিন্তার কারণ ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। ফিটনেস এবং রানখরা বেশ ভোগাচ্ছিল এই ক্রিকেটারকে। সেখান থেকে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এসময় তাকে অনুপ্রেরণাও যুগিয়েছেন তার প্রিয়জনরা। তাদের একজন রিয়াদের বড় ছেলে রাইদ।
বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, 'আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।'
ভারতে বসে ছেলের এই অনুপ্রেরণার বার্তা দলের সদস্যদের সঙ্গে একসাথে বসে দেখেছেন রিয়াদ। ছেলের এই বার্তা নিয়ে কোনো মন্তব্য না করলেও সেটা যে তাকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। রিয়াদ বিশ্বকাপে মান রাখলেও বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোটে একটিতে জিতেছে টাইগাররা। তাতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে টাইগারদের। আগামী ৬ অক্টোবর নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ।