শাওমির কাছে হার মানবে সমস্ত ব্র্যান্ড?
চীনা সংস্থা শাওমি কেবল একাধিক স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রেই আগ্রহী নয়, সেই ফোনগুলি উদ্ভাবনের দিক থেকেও যাতে এগিয়ে থাকে সেদিকেও বিশেষ মনোযোগী
প্রথম নিউজ, ডেস্ক : চীনা সংস্থা শাওমি কেবল একাধিক স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রেই আগ্রহী নয়, সেই ফোনগুলি উদ্ভাবনের দিক থেকেও যাতে এগিয়ে থাকে সেদিকেও বিশেষ মনোযোগী। তাই আসন্ন ফোনগুলিতে ব্যবহৃত প্রযুক্তির উপরও সংস্থাটি কাজ করে চলেছে। যেমন শোনা যাচ্ছে আসন্ন Redmi K50 ফোনটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। যদিও সেটি আশ্চর্যের কিছু নয়। তবে শাওমির তরফে নিশ্চিত করা হয়েছে যে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির কার্যকারিতা অন্যান্য ব্র্যান্ডকে চমকে দেবে। পাশাপাশি, নতুন একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শাওমি সম্প্রতি নতুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তির পেটেন্ট দাখিল করেছে। দাবি করা হচ্ছে, এই নতুন প্রযুক্তির সাহায্যে স্মার্টফোনের স্ক্রিনের যেকোনও অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা যাবে। আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে ব্যবহারকারীরা তাদের আঙুল সঠিকভাবে না রাখতে পারলেও ফোনটি আনলক করতে সক্ষম হবেন।
কিভাবে কাজ করবে শাওমির এই নয়া Full-Screen Fingerprint Scanner? শাওমির পেশ করা এই পেটেন্ট দেখে মনে হচ্ছে, নতুন প্রযুক্তির জন্য ক্যাপাসিটিভ টাচ-স্ক্রিন স্তরের নীচে এবং স্ট্যান্ডার্ড AMOLED ডিসপ্লের ওপরে ইনফ্রারেড এলইডি (LED) লাইট ট্রান্সমিটারের একটি বিন্যাস দেখা যাবে। আবার ইনফ্রারেড এলইডি লাইট ট্রান্সমিটার স্তরের উপরে ইনফ্রারেড লাইট রিসিভার দেওয়া হবে। যখন ব্যবহারকারী তাদের আঙ্গুলের ছাপ স্ক্যান করতে স্ক্রিন স্পর্শ করবেন, তখন ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন আঙুলের অবস্থান এবং আকৃতির পাশাপাশি স্পর্শটিকে রেজিস্টার করে নেবে। ইনফ্রারেড এলইডি লাইট ট্রান্সমিটারের অ্যারে আঙুলের আকৃতি এবং অবস্থানের সাথে তুলনা করে আলো নির্গত করবে। এই ইনফ্রারেড আলো আবার প্রতিফলিত হয়ে পৌঁছাবে ইনফ্রারেড রিসিভারে। ওই ইনফ্রারেড লাইট স্পিড ডেটা ফিঙ্গারপ্রিন্টের আউটলাইন ম্যাপ করতে সাহায্য করবে এবং এই প্রযুক্তিটি ব্যবহারকারীর পরিচয় যাচাই করার জন্য আগে সেভ করে রাখা ফিঙ্গারপ্রিন্টের বিবরণের সঙ্গে তুলনা করবে।
শাওমি তার স্মার্টফোনগুলিতে এই ফুল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তিটি ব্যবহার করলে, স্মার্টফোন ব্যবহারকারীদের ফোন আনলক করার জন্য তাদের বৃদ্ধাঙ্গুলিটি পূর্বনির্ধারিত অবস্থানে রাখার আর প্রয়োজন হবে না। তারা কেবল তাদের আঙ্গুলের ছাপ রেজিস্ট্রার করে স্ক্রিনের যেকোনো অংশে তাদের আঙুলের ছাপ যাচাই করে ফোনটি আনলক করতে পারবেন। প্রসঙ্গত, শাওমি কিন্তু এই প্রযুক্তির ওপর একা কাজ করছে না। ২০২০ সালের আগস্টে, আরেক বিখ্যাত চিনা সংস্থা, হুয়াওয়ে অল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তির পেটেন্ট জমা দিয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে এই প্রযুক্তিটি এখনো ঘোষণা করা হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: