লিভ-ইন সম্পর্কে ডিভোর্স নয়, কেরালা হাইকোর্টের রায়
বিচারপতি মোহাম্মদ মুস্তাক এবং সেফি টমাস তাঁদের রায়ে বলেছেন, যেখানে বিয়েই হয়নি সেখানে ডিভোর্সের প্রশ্ন ওঠে না।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: লিভ-ইন বা একত্র বাস সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্সের কোনো অবকাশ নেই। যেখানে বিয়ের কোনো সূত্রই মানা হয় না, সেখানে বিবাহ বিচ্ছিন্নতা বা ডিভোর্স প্রযোজ্য হওয়ার কোনো অবকাশই নেই। কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি মোহাম্মদ মুস্তাক এবং সেফি টমাস তাঁদের রায়ে বলেছেন, যেখানে বিয়েই হয়নি সেখানে ডিভোর্সের প্রশ্ন ওঠে না। কেরালার নিম্ন আদালতে ডিভোর্সের আবেদন করেছিলেন এক হিন্দু পুরুষ ও খ্রিস্টান মহিলা।
দুহাজার চার সাল থেকে তাঁরা লিভ ইন করছিলেন। একটি সন্তানও আছে তাঁদের। নিম্ন আদালতে তাঁদের ডিভোর্সের আবেদন খারিজ হওয়ার পর তাঁরা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন। কেরালা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বিবাহিতদের ক্ষেত্রেই ডিভোর্স ডিক্রি দেয়া যেতে পারে। অন্যথায় নয়।