লেনদেন খরায় পুঁজিবাজার
প্রথম নিউজ, ঢাকা : সপ্তাহের পঞ্চমও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনভর শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। অস্থিরতার এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১ দশমিক ৭ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বিমা খাতের শেয়ারের দাম কমেছে তার বিপরীতে বেড়েছে খাদ্য আনুষঙ্গিক এবং ওষুধ খাতের শেয়ারের দাম। তাতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। তবে লেনদেন খরায় পড়েছে পুঁজিবাজার। এদিন ৪০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ডিএসইতে। আর সিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১০ কোটি টাকা।
ডিএসইর দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
এদিন বাজারে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির। বিপরীতে কমেছে ৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম।
বাজারে ৬ কোটি ৯০ লাখ ১০ হাজার ৩৬৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৩৮৯ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে রয়েল টিউলিপ সি পার্ল, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, জেমিনি সি ফুড, এইচআর টেক্সটাইল, ফুয়াং ফুড এবং রিপাবলিক ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩১ পয়েন্টে। সিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।
দিন শেষে সিএসইতে ১০ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ১৯৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৪৩৫ টাকার শেয়ার ।