কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকা ঋণ নিলো ইসলামী ব্যাংক
নগদ ঘাটতি দেখা দেয়ায় বিশেষ সুবিধায় এই ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বছর শেষে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। নগদ ঘাটতি দেখা দেয়ায় বিশেষ সুবিধায় এই ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। গত ২৮ ডিসেম্বর ৫ হাজার ১০১ কোটি টাকা নগদ ঘাটতিতে পড়ে ইসলামী ব্যাংক। ২৯শে ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে জরুরি ভিত্তিতে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয় ব্যাংকটি। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। ব্যাংকগুলো নগদ ঘাটতিতে পড়লে তাৎক্ষণিকভাবে তা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধা নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংকগুলোর ঋণ নেওয়ার শেষ ভরসাস্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। সেই কারণেই ইসলামী ব্যাংককে এ ঋণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা সেই ঋণ পরিশোধও করে দিয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews