লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু

প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম তানিম (২২) ও মো. রাতুল (২৮) নামের এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) রাত ১টার দিকে জেলার রায়পুর পৌরসভার ভূঁইয়ার রাস্তার মাথায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানিমের মৃত্যু হয়।


এদিকে সোমবার (৩ জুলাই) সকালে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক রাতুল মারা যান। রাতুল কিশোরগঞ্জের সদর উপজেলার হারুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নিহত তানিম রায়পুর শহরের দেনায়েতপুরের লেংড়াবাজার এলাকার মাইক ব্যবসায়ী মিজানুর রহমানের একমাত্র ছেলে ও রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, তানিম বিকেলে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর তীরে ঘুরতে বের হন। সেখান থেকে রাত ১টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ তানিম পাশের খালে পড়ে যান। পরে তানিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক রাতুলের মৃত্যু হয়। গাড়ি দুটি এবং নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত রাতুলের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।