তামিমের বিকল্প হিসেবে যাদের পছন্দ হাথুরুর

তামিমের বিকল্প হিসেবে যাদের পছন্দ হাথুরুর

প্রথম নিউজ, ডেস্ক : গেল মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে পারেননি এই ওপেনার। ইনজুরি কাটিয়ে যদিও ওয়ানডে দলে ফিরেছেন টাইগার এই অধিনায়ক। তবে তামিমের ইনজুরির অবস্থা এখন কে? 

আজ সোমবার বাংলাদেশ দল যথারীতি অনুশীলন করছে চট্টগ্রামের মাটিতে। তার আগে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তামিমের ইনজুরি নিয়ে প্রশ্ন আসলে হাথুরু বলেন, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দু’দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ 


তামিম ইকবাল যদি ওয়ানডে সিরিজে না খেলেন সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব কে নেবেন! হাথুরু জানালেন নির্বাচকদের সিদ্ধান্ত। তবে দলে এখন অনেক নেতাই রয়েছে সেটাও মনে করিয়ে করিয়ে দিলেন হাথুরু। উদাহরণ হিসেবে টেনেছেন লিটন-সাকিবের নামও।

হাথুরুসিংহে বলছিলেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’