বাংলাদেশ দলে ২ নতুন মুখ

বাংলাদেশ দলে ২ নতুন মুখ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপে ভরাডুবির পর তারুণ্য নির্ভর দল তৈরি করেও ব্যর্থ নির্বাচকরা। দুই ম্যাচ হেরে এখন হোয়াইওয়াশ এড়ানোর শঙ্কায় ভুগছে মাহমুদউল্লাহ বাহিনী। তাই শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুই নতুন মুখ সংযুক্ত করেছেন নির্বাচকরা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে।  আর একাদশ তো বটেই, স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের ব্যর্থ ওপেনার সাইফ হাসান। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ইমন জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেন।  তবে ২৯ বছর বয়সি রাব্বি বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট খেলেছেন। দুইজনই পাকিস্তান সিরিজ শুরুর আগে ৭ ক্রিকেটারের অনানুষ্ঠানিক ক্যাম্পে ছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদদের সাথে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা।

ইমন ও রাব্বি যুক্ত হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

ইমন ও রাব্বি একনজরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।