রামপুরায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 রামপুরায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

মনির হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল জানান, সকালে নির্মাণাধীন ভবনের সাত তলায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মনির হোসেন ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর আগস্তী গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানাকে জানিয়েছি।