প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

 প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া করে কানিফ ফাতেমা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছাম্মৎ সোনিয়া পারভীন বলেন, মধ্যরাতে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে তার মুঠোফোনে ঝগড়া হয়। পরে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকেন। সেখান থেকে উদ্ধার করে তাকে অচেতন অবস্থায় মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার ১৭/১ বাসায় থাকতেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গী গ্রামে। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।