রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক শিক্ষার্থীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ।
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক শিক্ষার্থীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে । রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফয়সাল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষে থাকেন। অভিযুক্ত রাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মনিরুল ইসলাম স্বপন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ হলেও তিনি শহীদ হবিবুর রহমান হলের ৪০৫ নম্বর কক্ষে থাকেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তার কক্ষ থেকে গতকাল রোববার বিকেলে সিট ছেড়ে চলে যেতে বলেন মনিরুল ইসলাম স্বপন। অন্যথায় প্রাণে মারার হুমকি দিয়ে অন্য একটা কক্ষে রেখে যান। রাতে তিনি ২০ থেকে ২৫ জন নিয়ে আবার কক্ষে আসেন এবং সিট ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি-ধামকি দেন এবং এই রুমে থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে বলে জানান। ‘তখন আমি (ফয়সাল) প্রতিবাদ করলে গেঞ্জির কলার ধরে কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু আমি বের না হলে সবাই এলোপাথাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে মনিরুল কাঠ দিয়ে আমার হাতে সজোরে আঘাত করেন এবং বিছানাপত্র বাইরে ফেলে দেন। এ ঘটনায় তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম স্বপন বলেন, ওই সিটে অ্যাকাউন্টিং বিভাগের আহাদ নামের এক ছোট ভাইকে অ্যালোট দেয়া আছে। তাই তাকে অন্য সিটে যেতে বলা হয়। কিন্তু সে উল্টা তাদের সাথে খারাপ আচরণ শুরু করেন। তখন উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ব্যাপারে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মারধরের বিষয়টি আমি জানি না। তবে সিট দখল কিংবা মারধরের ঘটনায় ছাত্রলীগের কারো সংশ্লিষ্টতা প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. শরিফুল ইসলাম বলেন, ‘তিনি রাতেই বিষয়টি অবগত হয়েছেন। ফয়সালকে ৪০৪ নম্বর রুমে অ্যালোট দেয়া হয়েছে। সে ওখানেই থাকবে। বিষয়টি নিয়ে উভয়পক্ষকে ডেকেছি। আলোচনা করে বিষয়টি সমাধান করে দেয়া হবে। এছাড়া মারপিটের অভিযোগ পেলে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: