রংপুরে খেলার সময় পুকুরে পড়ে ভাই-বোনের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রংপুরে খেলার সময় পুকুরে পড়ে ভাই-বোনের মৃত্যু

প্রথম নিউজ, রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে পড়ে দুই শিশু মারা গেছে। রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মবফারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ওই এলাকার ওবায়দুল হকের দেড় বছর বয়সী মেয়ে রহিমা বেগম এবং আবু তালেবের দুই বছর বয়সী ছেলে সাইদ মিয়া। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাইবোন।

পরিবারের লোকজন জানিয়েছেন, বাড়ির বাইরে ওই দুই শিশু খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।