রাতে মাওয়ায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

রাতে মাওয়ায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

প্রথম নিউজ, ঢাকা : ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মো. আশফাকুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সাবিত জানান, নিহত আশফাকুর ব্যবসায়ী ছিলেন। রাতে মাওয়ায় ঘুরতে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। ঢাকায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর জেলার সুলতানপুর গ্রামে। তিনি এমএ আওয়ালের ছেলে। বর্তমানে ঢাকার তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।