যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে রাজমিস্ত্রির আত্মহত্যা
শুক্রবার (১৯ আগস্ট ) রাত পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় সোহেল (৩০) নামের এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট ) রাত পৌনে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেলের বাবা আব্দুল মোত্তালেব বলেন, সোহেল পেশায় রাজমিস্ত্রি। কাজ শেষে রাত্রে বাসায় এসে নিজের রুমে যায়। রাতে খাওয়ার জন্য তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খুলেনি। পরে দরজার ফাঁক দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ডাক্তার জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই যুবকের গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews