রাজশাহীতে ২০ হাজার লিটার তেল জব্দ, মালিক আটক

ভোজ্যতেল মজুত করায় স্বপনকে আটক করা হয় এবং গোডাউনটি সিল করে দেওয়া হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ২০ হাজার লিটার তেল জব্দ, মালিক আটক

প্রথম নিউজ,রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন ও সরিষার তেল জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ওই তেলের গোডাউনের মালিক ব্যবসায়ী শহীদুল ইসলাম স্বপনকে (৪০)। সোমবার (৯ মে) রাতে পুলিশ এ অভিযান চালায়। জব্দ করা তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়। এর মধ্যে ৯৫ ড্রামে রয়েছে সয়াবিন তেল। প্রতি ড্রামে ২০৪ লিটার করে সয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার, আর পাঁচ ড্রামে এক হাজার ২০ লিটার সরিষার তেল।

ভোজ্যতেল মজুত করায় স্বপনকে আটক করা হয় এবং গোডাউনটি সিল করে দেওয়া হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom