রাজবাড়ীর পাংশায় শিক্ষককে গুলি করে হত্যা

রোববার রাত সাড়ে ৯টার দিকে বসাকুষ্টিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর পাংশায় শিক্ষককে গুলি করে হত্যা

প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে বসাকুষ্টিয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি  তিনি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।

পাংশার কলিমোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু  যুগান্তরকে বলেন, মিজান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এর পাশাপাশি সে হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার নিজ দোকানে হালখাতার অনুষ্ঠান হয় হালখাতার অনুষ্ঠান শেষ করে তিনি যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তখন পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করার ঘটনায়। আমরা ঘটনাস্থলে থেকে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।