রাজপথে আন্দোলনের মাধ্যমেই জালিম সরকারের পতন হবে: টুকু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

রাজপথে আন্দোলনের মাধ্যমেই জালিম সরকারের পতন হবে: টুকু
সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু

প্রথম নিউজ, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ জেগে উঠেছে বলে জানিয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন রাজপথে আন্দোলনের মাধ্যমেই জালিম সরকারের পতন হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ রোবাবর বগুড়া বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।  
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,  অবৈধ সরকারের লুটপাটের কারনেই দ্রব্যমূল্যে বেড়ে গেছে।  মানুষের নাভিশ্বাস হচ্ছে, চাল ডাল কিনতে পারছে না। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।  সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদের বিচার বাংলার মাটিতেই জনগণ করবে। 


তিনি বলেন, সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দলের প্রায় ৭ শতাধিক নেতাকর্মীকে  গুম করছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে। মিথ্যা মামলা-হামলা, গুম করে আওয়ামী বাকশালীদের শেষ রক্ষা হবে না। 
সমাবেশের নেতাকর্মীদের যুবদলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা রাজপথে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। একদিন এই জালিম সরকারের পতন হবে আমাদের হাতেই। এই সরকার বিদেশি প্রভুদের নির্দেশিত সরকার। বাংলাদেশ এখন ৭৫ সালের দুর্ভিক্ষের চেয়ে খারাপ সময় পার করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ আজ জেগে উঠেছে। জালিম সরকারের পতন অনিবার্য।


বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, নাজমুল  হক নাজু, মাহফুজ উন নবী  ডন প্রমুখ। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom