বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ঘের শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) রাতে উপজেলার খিলগাতি এলাকার একটি ঘেরের পাশে েএ ঘটনা ঘটে।  এদিকে ঘটনার দিন রাতে (শনিবার) উপজেলার বাখেরগঞ্জ বাজার থেকে অপূর্ব মন্ডল এবং রোববার (১৩ মার্চ) সকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সুব্রত হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শৈলৈন্দ্রনাথ মন্ডল খিলগাতি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

শৈলেন্দ্রনাথের মেয়ে জামাই মিলন কুমার বাড়ই জানান, ‘ঘেরের কাজ করানোর জন্য বুধবার দুই শ্রমিককে ফকিরহাট থেকে বাড়িতে আনেন আমার শ্বশুর। শনিবার ঘেরের মাছ বিক্রি করে ৫০ হাজার টাকা বাড়িতে এনে রাখেন তিনি। ঘেরে কতটুকু পানি রাখবে এটা দেখানোর জন্য রাতে আমার শ্বশুরকে ঘেরের পারে ডেকে নেয় অপূর্ব ও সুব্রত। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করে।’

তিনি আরো বলেন, ‘শ্বশুরকে হত্যার পর ওই দুই শ্রমিক বাড়িতে এসে আমার শাশুড়িকে বিদ্যুতের শক দিয়ে হত্যার চেষ্টা করে। একই সঙ্গে ঘরে থাকা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। আমার শশুড়ি চিৎকার করতে শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় ওই দুই শ্রমিক সেখান থেকে পালিয়ে যায়।’ 

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom