রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ব্যালটে রাজি : সিইসি

তিনি দাবি করে বলেন, ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না।

রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ব্যালটে রাজি : সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল

প্রথম নিউজ,ঢাকা: দেশের রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ব্যালট পেপারে আগামী জাতীয় নির্বাচন করতে ইসি রাজি বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করে বলেন, ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না।

আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে দেশের ৩৯ বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ ও পরামর্শের বিষয়ে হাবিবুল আউয়াল বলেন, যারা ইভিএম নিয়ে অভিযোগ করেন তাদের প্রমাণ করতে হবে।'

সিইসি বলেন, ‘ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়। সিইসি বলেন, যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।

তিনি দাবি করেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে। ব্যালটেও তেমন কোনো সুবিধা নেই জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘ব্যালটে পরাজিত প্রার্থী আদালতে মামলা করে ভোট পুনরায় গণনা করে জয়ী হয়েছে বিগত ৫০ বছরে এমন নজির নেই।’ জোর দিয়ে তিনি বলেন, ‘১৫০ আসনেই ইভিএমে ভোট হবে। এটা কমিশনের সিদ্ধান্ত।’

গত জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে নির্বাচন কমিশন। যেখানে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত দেয় নিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা। তবে বেশিরভাগ দল ভোটে ইভিএম ব্যবহার না করার অনুরোধ করেছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে ইসির সংলাপে। অবশ্য শেষ পর্যায়ে ইসির পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom