রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান

পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের নির্দেশনায় সকাল থেকেই দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান
রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিলকে ঘিরে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের নির্দেশনায় সকাল থেকেই দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়, উত্তরা, মহাখালী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাড্ডা ইউলুপ এবং যাত্রাবাড়ী এলাকায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে আওয়ামী লীগের টিমের নেতারা অবস্থান নিয়েছেন। 

সরজমিন গিয়ে দেখা গেছে, সকাল থেকে রাজপথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছেন। সেখানে জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এইজন্য নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবস্থান নিয়েছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom