রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলীর মাতুয়াইল ইউটার্নে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে কীভাবে, কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে তিনটায় মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসানের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে।
মেহেদী হাসানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী উম্মে রুমা শিমু বলেন, আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখি। কেউই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছিল না। পরে আমি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের নামপরিচয় পাওয়া যায়। তার কাছে একটি মোবাইলের সিমও পাওয়া গেছে। যার মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।