রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ ঢাকা:সরকার পদত্যাগের একদফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ১২তম ধাপে দিনব্যাপী অবরোধ সফলে রোববার সকালে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় নেতাকর্মীরা রাস্তায় অবরোধের চেষ্টা করেন।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লেগান দেন।