সুষ্ঠু ভোট ছাড়া গণতন্ত্র হয় না: বিচারপতি আবদুর রউফ
‘ভোটার এবং ইলেকশন কমিশনের (ইসি) মধ্যে তৃতীয় কোনো হাত থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। যতদিন এই দুইয়ের মধ্যে তৃতীয় হাত থাকবে ততদিন এদেশে সুষ্ঠু ভোট হবে না।

প্রথম নিউজ, ঢাকা: সুষ্ঠু ভোট ছাড়া গণতন্ত্র হয় না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, ‘ভোটার এবং ইলেকশন কমিশনের (ইসি) মধ্যে তৃতীয় কোনো হাত থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। যতদিন এই দুইয়ের মধ্যে তৃতীয় হাত থাকবে ততদিন এদেশে সুষ্ঠু ভোট হবে না।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সেমিনারের আয়োজন করে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার।
আবদুর রউফ বলেন, মানুষ দলকে ভোট দিবে, কোন প্রার্থীকে নয়। এরকম হলে দেশে নির্বাচনি সহিংসতা বন্ধ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র ছাড়া কোন সুযোগ নাই। তবে তাত্ত্বিক গণতন্ত্র নয়, প্র্যাকটিকাল গনতন্ত্র বাস্তবায়ন করতে হবে। আজকে যে গণতন্ত্র নিয়ে স্কুল কলেজে পড়ানো হচ্ছে, তা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। জনগণের কথা বলা হলেও কোন ক্ষেত্রেই জনগণকে দাম দেওয়া হয় না।
লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। এখন আর জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় না। বর্তমানে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্রের উন্মেষ ঘটেছে। এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে স্বল্প সংখ্যক বুদ্ধিজীবী সোচ্চার হয়েছিলেন তার মধ্যে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন অন্যতম।
তিনি আরও বলেন, বর্তমানে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শাসক শ্রেণির স্বার্থ হাসিল করে চলছে। পদ পদবীর জন্য এরা ক্ষমতাবান ও শক্তিধরকে খুশি রাখতে সর্বশক্তি নিয়োগ করে। এ অবস্থাতেও কিছু সংখ্যক বুদ্ধিজীবী তাদের আদর্শে অবিচল থাকে। এমাজউদ্দীন আহমদ ছিলেন তাদেরই একজন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক ড. লুৎফর রহমান, এমাজউদ্দীন আহমদের কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: